মহাষষ্ঠী মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দূর্গাে উৎসব।

শাহরিয়ান আহমেদ শাকিল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ষষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আজ (সোমবার) শুরু হচ্চে। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। ১৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায় ও নেবেন দোলায় চড়ে। শ্বশুড়বাড়ি কৈলাস থেকে কন্যারুপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন।
পুরাণে আছে, অশুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচুত্য হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রহন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহা-শক্তির অবির্ভাব। দেবতাদের তেজরশ্মী থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবি দুর্গা।
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দধর্মবলাম্বীদের প্রতিতি শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপ্রতি বাণীতে বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও গনতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।  প্রধানমন্ত্রী বাণীতে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।