চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল,গাঁজা, ভারতীয় মদ উদ্ধার ও এক চোরাকারবারীকে করেছে বিজিবি। ( বর্ডার গার্ড বাংলাদেশ)।  শুক্রবার ও শনিবার  পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উক্ত মাদক দ্রব্য উদ্ধার ও একজনকে করে ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে,  গত ০৭ মে ২০২১ তারিখ আনুমানিক সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৫০/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মোঃ আনোয়ার (৪০), পিতা- মৃত ইলাহী বক্স মন্ডল, গ্রাম- বেতবাড়িয়া, পোঃ হাটযাদবপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৫০ গ্রাম ভারতীয় গাজাসহ আটক করে। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিনে আনুমানিক ৪টার দিনে রাজাপুর বিওপির হাবিলদার ফরিদউজ্জামান এর নেতৃত্বে ০৭ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

অন্যদিকে শনিবার ০৮ মে ২০২১ তারিখ আনুমানিক ০৩. ৫০ দিকে   শ্রীনাথপুর বিওপির সুবেদার হাফেজ মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে ০৬ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাওর এর পূর্ব পার্শ্ব হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই দিনে দেড়টার দিকে শ্রীনাথপুর বিওপির সুবেদার মোঃ আমজাদ হোসেন মোল্লা এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

সেই সাথে ২টার দিকে খোশালপুর বিওপির নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি  টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।