মাটিরাঙ্গায় সমাজ কল্যাণ পরিষদ হতে অসহায় দুস্থদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে গরীব অসহায় ও দুস্থদের মাঝে জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালের দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা এস এম রায়হান আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ।
পরে উপজেলার ১৭৭ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩৫০০ টাকা করে ছয় লক্ষ উনিশ হাজার পাঁচশত টাকা এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন।