মাটিরাঙ্গা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা মহিলা কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর ) সকালে মাটিরাঙ্গা মহিলা কলেজের মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি, জোন অধিনায়ক মাটিরাঙ্গা জোন।
 এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মহিলা কলেজ’র অধ্যক্ষ কেফায়েত উল্যাহ, মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য এরশাদুজ্জামান সহ অত্র কলেজের সকল বিভাগের প্রভাষক অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তারা শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ জানান এবং এইচ এস এস সি পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য নিজেকে প্রস্তুত করতে নানা বিষয়ে আলোচনা করেন।