মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ প্রিয় পাঠক সারাদেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে ।
চট্টগ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কে পিটিয়ে মেরে ফেলেছেন শিক্ষক।
শিক্ষক ইতিমধ্যে আটক হয়েছে আমি একটি মাদ্রাসার পরিচালক হিসেবে এই নরপশু শিশু নির্যাতন কারী শিক্ষকের কঠিন বিচারের দাবী জানায়।
এখন মূল বিষয় হচ্ছে দু একজন হুজুর দু এক জন আলেমদের কারণে
সারাদেশের মানুষ হুজুর এবং আলেমদের ঘৃণা করছেন।
কিন্তু বর্তমানে অধিকাংশ মাদ্রাসার মারপিট একেবারে নিষিদ্ধ বিশেষ করে নুরানী মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের মারপিট একেবারে নিষিদ্ধ।
বর্তমান কিছু হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের কারণে গোটা মাদ্রাসার বদনাম হচ্ছে, এমতাবস্থায় যে শিক্ষক ছাত্রদের মার পিট করেন সে সমস্ত শিক্ষদের কঠিন বিচারের আওতায় আনা হোক।
দু এক শিক্ষকদের বিচার করলে পুরা মাদ্রাসার শিক্ষক ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি।
আর একটা বিষয় এক নেতায় চুরি করলে সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি করলে যেমন সব নেতা খারাপ না, তদ্রুপ এক দুই জন হাফেজ আলেমদের কারণে সমস্ত হাফেজ আলেমদের খারাপ বলবেন না।
লেখক
হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন
বিশিষ্ট লেখক সাংবাদিক ও প্রতিষ্ঠাতা পরিচালক, মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, বিজয় রামপুর মধ্যপাড়া ,মনিরামপুর যশোর।