বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ ঐতিহ্যবাহী মাধবপাশা বাজার ইজারাদারদের মধ্যে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে চারজন ইজারাদার এর মধ্যে মোঃ সত্তার মোল্লা অভিযোগ করে বলেন, মাধবপাশা বাজার ইজারা আনতে মোঃ মোফাশ্বের আলী এর সাথে আমরা চারজন ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করা হয়। আমার কাছ থেকে টাকা নেয়ারপরে আমার সাথে আর এই বিষয় নিয়ে বসতে রাজি হয়নি মোফাশ্বের আলী।
২য় পক্ষ এরা হলো মোঃ ইয়াসিন সরদার, মোঃ আনোয়ার বেগ, সাত্তার মোল্লা, , চুক্তিতে বলা হয় ইজারা আনা হবে ১ম পক্ষ মোফাশ্বের আলী এর নামে। কিন্তু ইজারার সকল খরচ বহন করবে আমরা অথাৎ ২য় পক্ষ । তবে সেই শর্তমতে আমার কাছ থেকে ৯৮ হাজার টাকা নেয়া হয়েছে। কিন্তু বাজার ইজারা আনার পর থেকে মোফাশ্বের আলীসহ ওরা আমার সাথে কোন রকম বাজারের আয় ব্যয় প্রসঙ্গে কথা বলেনি। এমনকি আমাকে এই বাজারের ইজারা সম্পর্কিত কোন কাজে ডাকা হয় না । এই প্রসঙ্গে আমি বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান এর কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছি এবং এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিব।
ইজারাদার মোফাশ্বের আলী জানান, এই বাজারের ইজারা আমার নামে আনা হয়েছে। পরে আমি তাদেরকে হস্তান্তর করেছি। এখন তাদের ভিতরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না।