হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে একজন কে ৫০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত (২২মে) শনিবার দুপুর ১২.১৫ ঘটিকার সময় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তারবাড়ী গেইটের পাশের ছড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে মোঃ ওসমান গণী পলাশ (৩৫) গ্রাম শাহপুর, নোয়াপাড়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), মাধবপুর হবিগঞ্জ।
এসময় মাধবপুর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে ।