মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টর সহ এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ (১১নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর তীরবর্তী আখালিয়া (গোবিন্দপুর) নামক স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে সোনাই নদীর তীর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে পাচারের সময় মোঃ জনি মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মহিউদ্দিন।
স্থানীয়রা জানান, একটি মহল দীর্ঘদিন যাবৎ নদীর তীর বর্তী এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করে আসছে। এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।