মোহাম্মদ শাহজাহান মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৪২৯ বঙ্গাব্দ বাংলা নববর্ষ কে বরন করতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মনু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি চলতে থাকে বঙ্গবন্ধু ও নববর্ষ কে নিয়ে কুইজ প্রতিযোগীতা।

তাছাড়া রয়েছে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
এতে উপস্থিত ছিলেন প্রত্যেক দপ্তরের সরকারী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রছাত্রীর অংশগ্রহনে বছরের প্রথমদিন উদযাপিত করে মাধবপুর উপজেলাবাসী।