মাধবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মাধবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
করা হয়েছে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়।

আাদালত পরিচালনাকালে তিন চেয়ারম্যান প্রার্থী প্রত্যেক কে ৩ হাজার টাকা করে ও ৩ মেম্বার প্রার্থী কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে নোয়াপাড়া ইউনিয়নের ১ জন মেম্বার প্রার্থীকে ২ হাজার টাকাসহ জরিমানা করা হয় ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন । এসময় তিনি আরও জানান, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।