মাধবপুরে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৩ নেতা বহিষ্কার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ার কারণে ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
জানা যায়, বহিষ্কৃতদের কে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।
বহিস্কৃতরা হলেন, মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের ফারুক আহম্মদ পারুল, ৩নং বহরা ইউনিয়নের আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, ৪নং আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, ৭নং জগদীশপুর ইউনিয়নের মাসুদ খাঁন, নাছির উদ্দিন খাঁন ও আব্দুল জলিল মনু, ৮নং বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান, বশির মিয়া, ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে শহীদ উদ্দিন আহম্মদ এবং ১১নং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িকভাবে বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।