মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে; আহত – ৫
মোহাম্মদ শাহজাহান মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে পরে গেলে ৫ জন গুরুতর আহত হয়।
আজ (২৩ নভেম্বর) মঙ্গলবার সকালে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে হানিফ পরিবহন ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন গাজীপুর রিয়াজনগর এলাকার, অাবদার আফরান খান (২৮) আরিফা খাতুন (২৩), উপজেলার ছাতিয়াইন গ্রামের মোঃ ডালিম মিয়া (২৭) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আকলিমা বেগম (৩২) জায়েদা বেগম (৬৫) গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত দের উদ্ধার করে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরন করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাস টিকে আটক করা হয়েছে, এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ হয়েছে।