মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ ও পবিত্র রমজান উপলক্ষ্যে মানবিক সহায়তা বিতরণ শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা-তুজ -জোহরা।

আজ ১০ মে সোমবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় আজ উপজেলার বুল্লা ও আন্দিউড়া ইউনিয়নে শুরু করেছেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা-তুজ -জোহরা।

এসময় আরও উপস্থিতি ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সামসুল ইসলাম মামুন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী জআাব জাবেদ পাঠান, ইউনিয়নের পরিষদের সচিব ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগন। পরে অন্যান্য ইউনিয়নের ট্যাগ অফিসারদের মাধ্যমে তালিকানুযায়ী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের নগদ এ অর্থ সহায়তা।