মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের মনফর উল্লাহ নামে এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামে মনফর উল্লাহ নামে এক মুক্তিযোদ্ধা একই গ্রামের মদলিশ মোল্লা ও তার লোকজন তাকে হামলা করে। এব্যাপারে মুক্তিযোদ্ধা মনফর উল্লাহ বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রের সুত্রে জানা যায়, বাখর নগর জামে মসজিদের ইমাম সাহেবের বেতন ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৮ শত টাকা করার প্রস্তাব দেন মুক্তিযোদ্ধা মনফর উল্লা। এরপর তার প্রস্তাবের বিরোধিতা করে একই গ্রামের মদলিশ মোল্লা। এক পর্যায়ে তিনি এবং তার লোকজন বীর মুক্তিযুদ্ধা মনফর উল্লাহ কে খারাপ ভাষায় গালমন্দ করে উনার উপর এলোপাতাড়ি হামলা চালায় এনং খুন করে ফেলার ও হুমকি প্রদান করে। পরে আশেপাশের লোকজন মুক্তিযুদ্ধা মনফর উল্লা কে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এই বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান তদন্তের জন্য এসআইকে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন।