মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক চালকের
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুরে মুক্তিযোদ্ধা চত্বরের নিকট সিলেটগামী একটি মাটি ভর্তি ট্রাকের সাথে অপর দুইটি বালূ ও পাথরভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে করে সিলেটগামী ট্রাকের চালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের মুসলিম উদ্দিন এর পুত্র মো: রবিউল (৪০) ঘটনাস্থলেই নিহত হয় এবং ট্রাকের হেলপার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র মোঃ বাবু মিয়া (২০) গুরুতর আহত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে এবং আহত ব্যক্তি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুইটি ট্রাক আটক আছে অপর একটি ট্রাক পালিয়েছে।