মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ আজ (১২ মে) বুধবার সিলেট বিভাগের প্রবেশদ্বার খ্যাত হবিগঞ্জের মাধবপুর পৌর শহরবাসী ঈদের সর্বশেষ কেনাকাটায় ব্যস্ত হয়ে জনস্রোতে পরিণত হয়েছে। প্রতিটি বিপণি বিতানে ক্রেতাদের জটলা পরিলক্ষিত হচ্ছে। চলমান মহামারী করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মানতে তেমন দেখা যাচ্ছে না অধিকাংশ ক্রেতা-বিক্রেতাকে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত অবদি পর্যন্ত মাধবপুরের শপিংমল গুলোতে নারী-পুরুষ-শিশুদের ভিড়। এখানে রয়েছে ভাল যোগাযোগ ব্যবস্থা এবং বড় বড় শপিং কমপ্লেক্স গুলি থাকার কারণে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলাবাসী যেমন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর, নাসিরনগর ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লোকজনও এখানে নিয়মিত কেনাকাটা করে থাকেন। শুধু তা-ই নয়, সেখানকার ফুটপাতের দোকান গুলোতেও প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে।
জাহাঙ্গীর আলম নামের একজন ক্রেতার সাথে আলাপ করে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ঈদের কেনাকাটা করার জন্য এখানে এসেছেন। তিনি আরও জানান, বৃহত্তম সিলেটের মধ্যে মাধবপুর হচ্ছে একটি ঐতিহ্যবাহী বড়বাজার। তাই এখানে প্রচুর লোক সমাগম হয়। তাছাড়া ঈদের কারণে সর্বশেষ কেনাকাটার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড়। পর্যাপ্ত স্বাস্থ্য বিধি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সেখানে বেচাকেনা করতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলছে বলে মনে করি না।
আনিসুর রহমান নামে অপর এক ক্রেতা জানান, শপিংমলগুলোতে প্রচন্ড ভিড় হচ্ছে, বিশেষ করে কাপড় এবং জুতার দোকান গুলোতে উল্লেখযোগ্য। সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাছাড়া প্রচুর ভীরের কারণে অলিগলিতে জটের সৃষ্টি হচ্ছে। এতে করে করোনা মহামারি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
অপর একজন বিক্রেতা দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে তারা যথাসাধ্য বেচাকেনা করছেন। ক্রেতারাও স্বাস্থ্যবিধি পালন করছেন। করোনার কারণে এবার তাদের ব্যবসা কম। এরপরও মোটামুটি চলে যাচ্ছে।
তবে আমরা মাধবপুরবাসী আতংকে রয়েছি।
এদিকে রাকিব উদ্দিন নামে অপর একজন বিক্রেতার সাথে আমাদের প্রতিনিধির আলাপকালে জানা যায়, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তবে পৌর মেয়র এব্যাপারে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য মেনে চলার তাগিদ দিয়ে গেছেন বলে তিনি জানান।
এব্যাপারে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।