হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরোদ্ধে মিত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুর  প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯’মে বুধবার সকাল ১১ ঘটিকার সময় মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও মিথ্যে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তিদান এবং সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সাংবাদিক বক্তারা – স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।