মাধবপুরে ৩০ কেজি গাজাঁসহ গ্রেপ্তার -১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মধাবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার (২৪ অক্টোবর) সকালে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (২৬) কে গ্রেফতার ক‌রে।
গ্রেফতার কৃত জাহিদুল কুমিল্লা জেলার লালমাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহমেদ এর ছেলে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/২৪(ক)/৩৮/৪১ ধারামূলে হস্তান্তর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‌্যাব।