মাধবপুরে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।।
র‌্যাব-৯(সিপিসি-১) এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এবি ব্যাংকের সামনে হতে ৫১ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব মিডিয়া সেল কর্তৃক জানা যায়, অদ্য ০৮ নভেম্বর ২০২১ ইং তারিখ রাত্রীকালীন সময় অনুমান ০২.০৫ ঘটিকার সময় সিপিসি-১, র‌্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মাধবপুর বাজারের মুন্সি টাওয়ারের এ.বি ব্যাংকের সামনে সিলেট টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদটি র‌্যাবের নিকট প্রাপ্ত হলে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে অফিসার ফোর্সসহ সরকারী গাড়ি যোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করে ০৮.১১.২০২১ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছাইলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি ০৪ (চার) টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৫১ (একান্ন) কেজি গাঁজাসহ হিরা মিয়া (৩৩) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরা মিয়া, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের আলফু মিয়ার ছেলে
এবং অপর তিনজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হিরা মিয়া পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। এছাড়াও সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৪১ ধারায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা রুজু করতঃ হস্তান্তর প্রক্রিয়া চলমান এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে বলে জানা যায়।