মাধবপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন – প্রতিমন্ত্রী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
আজ (৮ নভেম্বর) সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুব আলী এমপি।
এসময় তিনি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গৃহ হস্তান্তর, টেকসই আবাসন হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণসহ, বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশ্রাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, এলজিইডি কর্মকর্তা মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান মো. আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, শফিকুল ইসলাম, বাবুল খান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, মো. আইয়ুব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।