উখিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজার জেলা উখিয়া উপজেলা কোটবাজারে ‘সকলে আমরা সকলের তরে প্রত্যকে আমরা পরের তরে’ এই স্লোগানে গঠিত হয়েছে মানবিক প্লাটফর্ম নামে একটি সংগঠন। এটি একটি সর্ম্পন্ন অরাজনৈতিক সংগঠন এই সংগঠন এর মূল কাজ মানব সেবা করা।
যুবকদের উদ্যোগতে এই সংগঠনটি প্রতিষ্টিত হয়েছে। ২০২০ সালে শেষের দিকে কিছু যুবকদের উদ্যোগতে এটি প্রতিষ্টিত হয় এবং এখন অনেক সদস্য নিয়ে তারা তাদের নিজস্ব কাজ গুলো শেষ করে সবাই একমতে আগামী এপ্রিল এর এক তারিখ তাদের কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অতিদ্রুত আহবায়ক দেবে এবং আহবায়কদের বলা হবে সাতদিন এর মধ্যে কমিটি দেওয়ার কাজ সর্ম্পন্ন করতে হবে তাদের।
তাদের সদস্য নেওয়ার উদ্দেশ্য থাকবে প্রায় ২০০ জন। কিন্তু আপাতত যা সদস্য আবেদন করেছে সেখান থেকে মানবিক প্লাটফর্ম সংগঠনটি যারা দেখবাল করতেছে তারা যাদের একসেপ্ট করেছেন তাদের নিয়ে কমিটি টি গঠিত করে ফেলবেন এবং পরবর্তীতে ও সদস্য নেওয়া হবে। তারা সদস্য নিচ্ছেন ভালো ছেলে দেখে দেখে যাতে সংগঠনটি সুনামের সাথে মানব সেবা করতে পারে।
সংগঠনটি এগিয়ে যাবে বলে আশা করছে সব সদস্যরা এবং তারা নানান রকম মানুষদেরও সহযোগিতা আশা করছেন। এর সাথে সাথে তারা সবার কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন যাতে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে পারে।