পটুয়াখালী জেলার বাউফল থানার কাছিপাড়ার কারখানা লঞ্চ টার্মিনালে অদ্য সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে ঢাকাগামী যাত্রীরা অলৌকিক ভাবে প্রাণে বেঁচে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,অদ্য সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে গলাচিপা থেকে আগত ঢাকাগামী এমভি জামাল ৫ বগা লঞ্চঘাট ছেড়ে এসে কারখানা লঞ্চঘাট ভিড়ানোর সময় প্রচন্ডগতিতে টার্মিনালে ধাক্কা মারে।এতে পন্টুনের লোহার দন্ড ভেঙ্গে ঘটনা স্থলে একজন যাত্রী সহ দুজন আহত হয়।উল্লেখ্য দূর থেকে দ্রুতবেগে আসা জামাল ৫ এর গতিবিধি যাত্রীরা পুর্বেই অনুধাবন করে এবং ছোটাছুটি করে টার্মিনালের উপরে উঠে যায়। এতে হতাহতের সংখ্যাও কমে যায়।
প্রতক্ষ্যদর্শী ও যাত্রীদের ধারনা লঞ্চের সারেং ও সুকানির গাফিলতি ও কর্তব্যে অবহেলার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে লঞ্চঘাটে অবস্থান করা স্থানীয় লোকজন লঞ্চস্টাফ দের জিজ্ঞাসা করলে তারা খারাপ আচরণ করে এবং হুমকি দেয় তাদের কিছু বললে আর এই লঞ্চঘাটে ঘাট দিবে না ,,