নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান ভারতের রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বেশ ক্ষিপ্ত।কৃষক অান্দোলনের ঘটনা দেশটির সার্বিক পরিস্থিতিকে ব্যাপক নাজেহাল করে ছাড়ছে। যার মধ্যে জড়িয়ে পরেছে সেদেশের অসংখ্য সেলিব্রেটি। বাদ যায় নি সাবেক ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকারও।যার কারণে ক্রিকেট ঈশ্বর খ্যাত এই ক্রিকেটারকেও ভারতীয়রা অাজ কটু দৃষ্টিতে দেখছে।এই কারণেই সকলে ক্ষমা চাইছে টেনিস তারকা মারিয়া শারাপোভার কাছে। কারণ, ২০১৪ সালে ভারতে সফর করেন মারিয়া শারাপোভা।শচীন টেন্ডুলকারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি চেনেন না বলে জানান।তখন, ভারতীয়দের উপহাসের স্বীকার হয়েছিল মারিয়া শারাপোভা।অাজ, ভারতীয়রা শচীনের প্রতি ঘৃণা প্রকাশ করতেই শারাপোভার কাছে ক্ষমা চাইলেন। তারাও শচীনকে চিনতেন না বলে ব্যক্ত করছেন টুইটারে।।