বর্তমানে বিশ্বের সবচেয়ে সমস্যা হলো কোভিড ১৯। Corona virus disease 2019(COViD 19) এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।চিকিৎসা ব্যাবস্থা উন্নতির শিকড়ে থাকার পরেও ঠেকানো যাচ্ছে না মহামারির যাত্রা। নিজেকে নিরাপদ রাখার মাধ্যম হলো স্বাস্থবিধি মেনে জনসমাগম থেকে দুরে থাকা, মাস্ক পরিধান করা।
কিন্তু প্রেসিডেন্ট ফক্সনিউজ কে জানান,তিনি করোনা ঠেকাতে জনগণকে মাস্ক পরার আদেশ দেওয়ার বিষয় টি এখনো বিবেচনায় নিচ্ছেন না।
আজ রবিবার এই সাক্ষাৎকারটি প্রচার করার নিশ্চয়তা করেন।
মাস্ক পরার বিষয় এ জানতে চাইলে তিনি বলেন, আমি চাইনা জনগণের এই বিষয়ে বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হোক।আমি মাস্ক পরায় বিশ্বাসী না।যদিও তিনি প্রথমবারের মতোজনসম্মুখে মাস্ক পরে আসেন।যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজারের বেশি। মৃত্যুবরণ করেন প্রায় ১ লাখ ৪২ হাজারের মতো।