কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের জেলার মিঠামইনে সেনানিবাস এবং জেলার হাওর অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে প্রায় ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ৯৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে তিন উপজেলায় প্রায় ৫২১.৫৪ একর ভূমি অধিগ্রহণের জন্য দুটি প্রকল্পের আওতায় মোট ৮৭৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে এ চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ( এম পি) । তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাওরের উন্নয়ন আজ দৃশ্যমান। এখন সারা দেশের সঙ্গে সড়ক পথে যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এই হাওর এলাকা। হাওরকে দেশ ও বিশ্বের আরও কাছে আনতে উড়াল সেতুসহ নানাবিধ পরিকল্পনা করা হচ্ছে। আশা করি সেই স্বপ্নও পূরণ হবে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার), প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অধ্যক্ষ আবদুল হক নূরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্ট্রগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ গান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।