কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের জেলার মিঠামইন উপজেলায়
স্থানীয় হত দরিদ্র ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জন রোগীর মাঝে অনুদান হিসেবে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ১১ঘটিকার সময় উপজেলা হলরুমে টাকার চেক রুগীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক (এম পি) ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান। এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ প্রমুখ।