আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গনকছরা গ্রামের মৃ-ত রবিউল আলম প্রকাশ বদি সওদাগরের বড় ছেলে কুয়েত প্রবাসী রফিকুল আলম সুমন (৪২)’র জানাজা সম্পন্ন হয়েছে। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫ টার সময় নিজ বাসায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেমিট্যান্স যোদ্ধা সুমনের ছোট ভাই মোহাম্মদ সালাহউদ্দিন জানান, জীবিকার তাগিদে ২০০৬ সালে তার ভাই কুয়েতে পাড়ি জমান এবং দীর্ঘ ১৭ বছর সেখানে ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত সোমবার কুয়েত সময় দুপুর দেড়টার দিকে নিজ বাসায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে প্রথম জানাযা কুয়েতের সালমি রোড জাহারা মাকবারায় অনুষ্ঠিত হয়। তার ম-রদেহ এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ হয়ে শুক্রবার (২৬ মে) সকাল ৮ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে। তার মরদেহ বাংলাদেশে আনতে সহযোগিতা করায় মিরসরাই সমিতি কুয়েত এর সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩ ভাই, ৪ বোনের মধ্যে সুমন সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৬ মে) বেলা এগারোটা দিকে হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী (গণক ছড়া) নতুন জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।