মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয়
যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ঔষধ জব্দ
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন-৪বিজিবি) সীমান্ত পিলার- ২২০৩ এর ২/আর.বি ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে ১ কোটি টাকা মূল্যের এসব ঔষধ জব্দ করে।
জব্দ কৃত ঔষধের মধ্যে রয়েছে যৌন উত্তেজক ট্যাবলেট(Sanagra-100 mg) ১৭,২৪০ পিস এবং শক্তি বর্ধক ট্যাবলেট (Cyproheptadine IP 4mg) ১৩,৫০০০০ পিস যার আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি।
এ বিষয়ে অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জন সদস্যের একটি টিম নিয়ে উক্ত অভিযান পরিচালনা করি কিন্তু চোরাচালানকারীরা অবস্থান জেনে পালিয়ে যায়। জব্দ কৃত ঔষধের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।