মিরসরাইয়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে” এই স্লোগানে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত, এতিম শিশু ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাচ্চাপুকুর এলাকার আল-মাদ্রাসাতুল ইউনুসিয়া আজিজুল উলুম মাদ্রাসায় (হেফজ ও এতিমখানা) উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মিরসরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মু. সালাহউদ্দিন এর ব্যবস্থাপনা ও সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহকারী যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আহাদ ইফতেখার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব আব্দুল হাদি ইমন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহসভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মিরসরাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদ্দাম হোসেন।