আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ২১ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ১০ বোতল হুইস্কি ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা সহ একজনকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ “বি” কোম্পানি অলিনগর (বিওপি) ক্যাম্পের সদস্যরা। আটককৃত আসামি সাইফুল ইসলাম (৩৩), করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার মৃত আহসান উল্লাহ’র পুত্র।
অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটা দিকে অলিনগর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/২-আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় মাদক দ্রব্য নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২১ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ১০ বোতল হুইস্কি ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা সহ বাংলাদেশী নাগরিক সাইফুল ইসলাম’কে আটক করা হয়।
আটককৃত আসামির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য ৩১ হাজার ৫’শত টাকা।
এবিষয়ে সিজার প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত আসামীর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা (নং-০২) দায়ের করে উল্লেখিত থানায় সোপর্দ করা হয়েছে।