মিরসরাই  কাটাছরা ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালীর অটোরিক্সা চালক, চাঁন কাজি হাজী বাড়ির, ইসমাইল হোসেন নামের এক আটোরিকসা চালক সততার অনন্য উদাহরণ দিলেন। তিনি কুড়িয়ে পাওয়া দেড় ভরি ওজনের স্বর্ণের হার মালিককে ফিরিয়ে দিয়েছেন। সততার এমন দৃষ্টান্ত সকলের জন্য অনুপ্রেরণা। তার এমন অনুপ্রেরণা দেখে স্বর্ণের মালিক তাকে পুরস্কৃত করেন।