আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি আরব আমিরাতে মৃত্যুবরণকারী মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বাদ আসর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর লকিয়তউল্লা (বটতলা) জামে মসজিদ প্রাঙ্গনে রেমিট্যান্স যোদ্ধা হোসেনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার বেলা আড়াইটার দিকে দুবাইয়ের একটা ফ্লাইটে রেমিট্যান্স যোদ্ধা হোসেনের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেন মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৯ নং ওয়ার্ডের শফিউল্ল্যাহ কেরানী বাড়ির মরহুম হাজী হাবীব উল্লাহর পুত্র। রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেন দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই এবং স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম মিলন বলেন, আমার জেঠাতো ভাই হোসেন দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আরব আমিরাতের আল আইন এলাকায় একই মালিকের অধীনে চাকরি করে আসছিল। সেখানে তিনি গাড়ি চালকের কাজ করতেন। গত বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।