মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের হিঙ্গুলীতে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে দু’জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে মাটি বহনে ব্যবহৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৯নং ওয়ার্ডের হিঙ্গুলী বাজারের উত্তর পাশে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাটিভর্তি একটি ট্রাক সরেজমিন থেকে ধৃত হওয়ায় গাড়ির চালক করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেড়ামারা সাইবেনির খিল এলাকার আহসান উল্লাহ’র পুত্র মোঃ শহীদুল ইসলাম (৩২) এবং হেলপার একই ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মেহেদি হাসান’কে যথাক্রমে ০১(এক) মাস এবং ১৫(পঁনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত ০১(এক) টি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০০৮৬) জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান যে, কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে দুইজনকে ০১(এক) মাস এবং ১৫(পনের) দিনের কারাদণ্ড দেয়া হয়েছে এবং মাটি বহনে ব্যবহৃত ট্রাম ট্রাক জব্দ করা হয়। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।