মিরসরাইয়ে একতা সংঘের ফুটবল ম্যাচে বিজয়ী অবিবাহিত টিম
আকতার হোসেন, মিরসরাই
মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়নগরে অবস্থিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একতা সংঘ কর্তৃক আয়োজিত ৯ম তম বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে একতা সংঘের আয়োজনে উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফিরোজ উদ্দিন বাবলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদুল্লাহ রিয়াজের সঞ্চালনায় প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৭ নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সাবেক এনএসআই কর্মকর্তা ও বিজ্লী ক্লাবের সাবেক সভাপতি সোবহান শিবলু আনোয়ার, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফরিদুল ইসলাম, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জয়নগর একতা সংঘের উপদেষ্টা মাওলানা মুফিজউল্লাহ সিদ্দিকী, নিরঞ্জন দাস।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে অবিবাহিত ফুটবল টিম জয় লাভ করে।
খেলায় যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিবাহিত ফুটবল দলের মিজান ও অবিবাহিত ফুটবল টিমের কামরুল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয় বিবাহিত টিমের সালাহ উদ্দিন। অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত ম্যাচে একতা সংঘের বর্তমান ও সাবেক সদস্য সহ সকল ক্রিড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।