মিরসরাইয়ে ড্রেজার ডুবে যাওয়ার ঘটনায় ৫ শ্রমিকের লাশ উদ্ধার
মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজের পর একে একে ৪ জন এবং সর্বশেষ বুধবার রাতে আরও একজন সহ সর্বমোট ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, আল আমিন (২০) মঙ্গলবার দিবাগত রাতে যার লাশ উদ্ধার করা হয়। বুধবার জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) বুধবার (২৬ অক্টোবর) সকাল দশটার দিকে এ চারজনের লাশ উদ্ধার করা হয় এবং বুধবার দিবাগত রাতে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ড্রেজারটি উপুড় হয়ে থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজে একটি টাগবোট কাজ করছে। টাগবোট দিয়ে ড্রেজারটি উল্টাতে পারলেই বাকিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে।
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) রাত আটটায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হয়।
মঙ্গলবার রাতে স্থানীয়রা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করলেও রাত ১২টায় পরিবেশ বিবেচনায় উদ্ধার অভিযান স্থগিত করে উপজেলা প্রশাসন। পুনরায় বুধবার সকাল নয়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
তবে নিখোঁজ শ্রমিকদের লাশের অপেক্ষায় সাগরপাড়ে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে বুধবার দিবাগত রাত পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের লাশ  উদ্ধারে একটা ভলগেট ব্যবহার করা হয়েছে।
উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে এক হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।
ড্রেজার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৪ জনের লা-শ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।