মিরসরাইয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনে মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী জমির উদ্দিন ও তালা প্রতীকের প্রার্থী সফি আহম্মদ এর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯টার দিকে করেরহাটের পশ্চিম অলিনগর লিচুতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মোরগ প্রতীকের প্রার্থী জমির উদ্দিন জানান, রাত নয়টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগকালে তার সমর্থকদের উপর তালা প্রতীকের সর্মথকরা প্রথমে বাঁধা দেয় এবং পরবর্তীতে হামলা চালায়। এসময় কয়েকজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর জোরারগঞ্জ থানায় অবহিত করা হয়।
অপরদিকে সফি আহমদ এর অভিযোগ মোরগ প্রতীকের প্রার্থী বহিরাগতদের দিয়ে এলাকায় হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, অলিনগর এলাকায় দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি, উভয় পক্ষকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার পরামর্শ দিই। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করে পরবর্তী সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।