মিরসরাইয়ে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবদুল আউয়াল বাকের (১৭) নামক এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টা থেকে চারটার মধ্যে নিজ ঘরের তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
আত্মহনন কারী বাকের উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের দক্ষিণ পরাগলপুর গ্রামের হাজী আশ্রাফ আলী সওদাগর বাড়ীর আলমগীর হোসেনের কনিষ্ঠ পুত্র এবং নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আত্মহনন কারী বাকেরের নিকটাত্মীয় মহসিন বিন আলী বলেন, সকালে ফজরের নামাজের পর শুনতে পাই বাকেরের অবস্থা ভালো না। সাথে সাথে তার ঘরে গিয়ে দেখি খাটে শুয়ে আছে কিন্তু শরীরের স্পন্দন বন্ধ হয়ে গেছে তবুও স্থানীয় একজন পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি নিশ্চিত করেন ৩ ঘন্টা আগে সে মারা গেছে।
আত্মহনন কারী বাকের এর চাচা মোশাররফ হোসেন জানান, সকালে আব্দুল আউয়াল এর মৃত্যুর খবর শুনে ছুটে আসি। রিপা নামের একটা মেয়ের সাথে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিলো। গতকাল বিকালে মেয়েটির সাথে দেখা করতে গোলকেরহাট গেলে মিনহাজুল ইসলাম নামে ঐখানকার স্থানীয় একজন তাকে মারধর করে এবং এক পর্যায়ে মেয়েটি তাকে অস্বীকার করে। সেই ক্ষোভে, অভিমানে রাতেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে শোয়ার ঘরের তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয়। এবিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে আব্দুল আউয়াল বাকের নামে একজন কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ পোস্টমর্টেম এর জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। তবে আত্মহনন কারী বাকের এর পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেম ঘটিত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।