মিরসরাইয়ে বসতঘরে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বসতঘরে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম।
শনিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম ছত্তরুয়া গ্রামের গোপাল চন্দ্র নাথের বাড়িতে অভিযান চালিয়ে শিবু চন্দ্র নাথের বসতঘর থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় গোপাল চন্দ্র নাথের পুত্র শিবু চন্দ্র নাথ (৪৪), শিবু চন্দ্র নাথের স্ত্রী সুমিতা রাণী দেবী (৩৭) ও তার পুত্র অনিক দেবনাথ (২৩) কে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি করেরহাট ইউনিয়নের পশ্চিম ছত্তরুয়া গ্রামের গোপাল নাথের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে এই মর্মে মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ স্যারের নেতৃত্বে রাত দুইটার দিকে অভিযান চালিয়ে শিবু চন্দ্র নাথের বসতঘরের ফ্রিজ থেকে ২ টি নীল রঙের পলিথিনের প্যাকেটের মধ্যে ১৫০ করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এবিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ ধারায় ৩ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে।