মিরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ পিতা-পুত্র আটক
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ র্যাবের অভিযানে বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-৭। রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের আবদুস ছাত্তার ভূঁইয়ারহাট থেকে র্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র এবং মাদকদ্রব্যসহ আটক করে।
আটককৃতরা হলো কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছরা গ্রামের মৃত শফি উল্ল্যার ছেলে নুর উল্লাহ (৪৫) ও তাঁর ছেলে নাইমুল ইসলাম শুভ (২১)।
নুর উল্লাহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।