মিরসরাইয়ে মাদকের কারখানায় র‌্যাবের অভিযান, আটক-২
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনের ২নং প্রজেক্ট এলাকার সমুদ্র উপকূলে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় মাদক কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে টানা ৬ ঘণ্টা অভিযান চালিয়ে কারাখানাটির সন্ধান ও আবিষ্কারের পর রাতেই গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় ১০ হাজার লিটার চোলাই মদ। এসময় মদ তৈরির সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম (২৫) ও খুলনার দাকোপ থানার রিপন (২৭)।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এমএ ইউসুফ জানান, মিরসরাই বঙ্গবন্ধু শিল্প‌জোনের অবকাঠা‌মো উন্নয়ন কা‌জে নি‌য়ো‌জিত চাইনিস কোম্পা‌নী সি‌নো হারবার বা CHEC এর কারাখানার পিছনে একটি কারখানায় গোপনে তৈরি হতো চোলাই মদ। র‌্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং সেখান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ উৎপাদনের সাথে জড়িত দুজনকে আটক করা হয়। উক্ত মাদক কারখানায় দৈ‌নিক ২০ হাজার লিটার চোলাই মদ উৎপাদন করা হতো এবং এখান থে‌কেই প্র‌তি‌দিন ৮ হাজার লিটার ছোলাই মদ দে‌শের বি‌ভিন্ন জেলায় সরবরাহ করা হতো বলে জানান।
উদ্ধারকৃত চোলাই মদ ধ্বংস করা হয় যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।