মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদির ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজার জেলার ঈদগাঁ থানাধীন ধর্মের ছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আবু জাফর আনসারীর ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও তার স্ত্রী একই থানাধীন জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা নাজমা আলম নোভা (১৯)।
মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম চট্টগ্রাম একটা ইয়াবার চালান ঢাকা যাচ্ছে সেই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাদী ফকির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ঢাকাগামী দাউদকান্দি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৭২) যাত্রী বেসে দুজনের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি করলে তাদের জিম্মায় থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।