মিরসরাইয়ে শিক্ষাক্রম'২৩ সংস্কার ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে শিক্ষাক্রম’২৩ সংস্কার ,বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা দুইটার দিকে মিরসরাই সদরে অবস্থিত প্রেসক্লাবের সামনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরসরাই শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি আহমেদ আল জাবের’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি মুনজুর এলাহী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মিরসরাই থানা শাখার সভাপতি মোঃ রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তাগণ জাতীয় পাঠ্যক্রম অনতিবিলম্বে সংস্কারের জন্য আহ্বান জানান।