মিরসরাই আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি, জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, ধ্বংসাত্মক তান্ডবলীলা ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে মিরসরাই উপজেলা পৌর সদরে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিরসরাই উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে থানা মোড় হয়ে আবার যথাস্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ অন্যান্যরা।
এসময় মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের সকল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।