মিরসরাই থেকে ছিনতাই হওয়া ব্যাটারীচালিত অটোরিকশা উদ্ধার ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
শনিবার সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নোয়াখালী জেলের চরজব্বর থানার পাংকার বাজার গ্রামের সিরাজের পুত্র জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন পান্নাপাড়া এলাকার সুলতান আহম্মদ এর পুত্র মোঃ রহমান প্রকাশ লেদু, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার স্টেশনপাড়া গ্রামের মোঃ বাবুলের পুত্র আনোয়ার হোসেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান পিপিএম জানায়,মিরসরাই থেকে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গত ৭ মে তারিখে মিরসরাই থানায় ৩৯৪ ধারায় মামলা নং-৪ দায়ের করা হয়।সেই সূত্র ধরে মিরসরাই থানা পুলিশের চৌকস একটি পুলিশ টিম পাশ্ববর্তী সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নামে একজন ছিনতাইকারীকে আটক করে।পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে অপর ২ আসামিকে আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান পিপিএম এর সরাসরি তত্বাবধানে মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র পোদ্দার,এসআই বোরহান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ, এএসআই আনোয়ার উক্ত অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় উক্ত মামলার অন্যান্য আসামীদেরও দ্রুত গ্রেফতারের করার জন্যে মিরসরাই থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।