বিশেষ প্রতিনিধিঃ মিরসরাই শেখ মুজিব শিল্প নগরে ঘুরতে গেলে দিতে হয় চাঁদা।ঈদ মৌসুম বা কোন দিবস কিনবা কোন ছুটির দিন, মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে ঘুরতে বা দেখার জন্য আসে হাজার হাজার মানুষ পর্যটক। কিন্তু এই ঘুরতে যাওয়া কেন্দ্র করে কিছু অসাধু ব্যাক্তি হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। মুজিব শিল্প নগরে ঘুরতে যাওয়া এক ব্যাক্তির সাথে কথা হলে তিনি আমাদের কে জানান, আজকে আমাদের পরিবার নিয়ে গুরতে গিয়েছিলাম যাওয়ার পথে বাবির দোকানের ওখানে আনসার বাহিনী আমাদের গাড়ি থামায় , থামানোর পর বলে ওখানে মহিলা জেতে পারবে না, জেতে পারবে শুধু পুরুষ,, তারপর জিজ্ঞেস করলে ওরা বলে উপর থেকে নিষেধ আছে, তারপর ওদেরকে কিসের জন্য নিষেধ আছে জিজ্ঞেস করলে ওরা বলে মহিলা জেতে হলে ৫০০ টাকা লাগবে। তারপর অনেক বারাবারির পর ওরা তিনশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে তারপর আমাদেরকে ডুকতে দেয়। এমন অচরনে ক্ষোভ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকে ফেজবুক পোস্ট ক্ষোভ প্রকাশ করছেন,এবং প্রশাসন ও আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন।