মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচিকে আটক করেছে সেনাবাহীনি । ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি)  এক মুখপাত্র এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সোমবার সকালে ( ০১ ফেব্রয়ারি) প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

এনএলডির মুখপাত্র মিও নিয়ুন্ট ফোনে রয়টার্সকে জানান, সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ অন্য নেতাদের খুব সকালে তুলে নেওয়া হয় । তিনি বলেন, আমি দলের নেতাকর্মীদের বলবো আপনারা খুব তারাতাড়ি এর প্রতিক্রিয়া দেখাবেন না । আমি চাই আপনারা আইন মেনে চলুন । নিজে আটকের বিষয়েও আশঙ্কা করেন এই নেতা ।

এ বিষয়ে এখনো সেনাবাহিনীর কাছ থেকে কোন বক্তব্য শোনা যায় নি। একজন প্রত্যক্ষদর্শী বলেন, দেশের প্রধান শহর ইয়াঙ্গগুনের সিটি হলের সামনে সেনা মোতায়েন করা হয়েছে ।