ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মাদক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক মীরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান এর সরাসরি তত্বাবধানে এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এস,আই/ বোরহান,এএস,আই/ আনোয়ার, এএস,আই/ শিমুল পারভেজ সংগীয় অফিসার ফোর্সসহ মীরসরাই থানা পুলিশ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট বাজার এলাকায় তল্লাশী করিয়া৪৭০ পিচ ইয়াবা সহ ধৃত০১.মো: রবিউল হাসান ( রবি)( ১৯) , পিতা- আবুল বাসার,সাং- দ: মুহুরীপাড়া থানা- সদর জেলা- কক্সবাজার ধৃত ০২. ইদ্রীস মিয়া(১৯), পিতা- মৃতআব্দুল মালেক, সাং- দ: মুহুরীপাড়া, ০৪ নং ওয়াড, কক্সবাজার দের বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মামলা রুজু করা হইতেছে।