নিজস্ব প্রতিবেদক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্ট্টাচার্যে পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়৷
‘মুজিবর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’, এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোকর্মসূচি(ফলজ,বনজ ও ঔষধি)পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)ছাত্রলীগের কর্মী রাহাত চৌধুরী।
ছাত্রলীগের কর্মী রাহাত চৌধুরী বলেন,”মুজিব বর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান ” কর্মসূচি বাস্তবায়নে আল নাহিয়ান খান জয় ভাই এর নির্দেশে জবি ছাত্রলীগের কর্মী হিসেবে আমি দৃঢ় প্রতিঙ্গাবদ্ধ।
জননেত্রী শেখ হাসিনার এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আমি নিজে বৃক্ষরোপণ করেছি সেই সাথে অন্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বাদশা আলম চাচা (আদিতমারী উপজেলা কৃষকলীগ সভাপতি) এর সহযোগিতায় ৩০০ গাছ বিতরন করেছি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে।