কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল আকাশ লাদেনের খুনীদের অবিলম্ব গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কটিয়াদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে রক্তদান সমিতি’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, রাজনীতিক শফিকুর রহমান বাদল, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সাবেক ছাত্রনেতা এনামূল হক বাবু, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, মাইনুর রহমান, সহপাঠী হাসানুর রহমান সাকিন, নিহতের ছোট ভাই বায়জিদ প্রমুখ।
বক্তারা মেধাবী ছাত্র আকাশের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, গত বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের পাশে ইনছাফ আলীর মেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আকাশ। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় সুমন মিয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মেলায় আগত জনতা।
এছাড়া এ ব্যাপারে নিহত আব্দুল্লাহ আল আকাশের পিতা এরশাদ মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।