মেম্বর প্রার্থী তারেকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ
 মোঃ মোশারেফ হোসেন (খুলনা): খুলনা জেলার রূপসার ৩নং নৈহাটী ইউনিয়নের বাগমারা চর-রূপসা ২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. তারেক আজিজ তার (টিউবওয়েল প্রতীক) এর পক্ষে বৃহস্পতিবার বিকেল ৪ টায় ওয়ার্ডের চর-রূপসা চত্তর এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম সুমন (মেঝ ভাই)। মাঝি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হারেজ হাওলাদের সভাপতিত্বে ও উপজেলা যুব শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ, পল্লী চিকিৎসক আব্দুল মাজেদ শেখ। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার কালাম, আশরাফ ডিলার, জব্বার বেপারী, আলাজ উদ্দিন হাওলাদার, শহিদ মল্লিক, মো. মোশাররফ হোসেন, জুম্মান শেখ, জিল্লুর রহমান জনি, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, নেয়ামত শেখ, মোস্তাক খন্দকার, ইসমাইল শেখ, মিঠুন শেখ,  শাহারুজ্জামান শাওন, দেলোয়ার দিন, রোকন হাওলাদার, আরিফ শেখ, শামিম, অশিম, টুনটুনি আক্তার শাহিনুর, নাজমা খাতুন, রেহেনা, শিপু, ফাতেমা, হোসনেয়ারা, শাহনাজ, মুনু, মরিয়াম, রহিমা, মাজেদা, নাশু, মরিয়াম, নয়ন, উসমান, ইসলাম, চান্দু সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উঠান বৈঠক শেষে প্রার্থীর পক্ষে ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা, গণসংযোগ এবং নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।ফজলু হাওলাদার: এদিকে নৈহাটী ইউনিয়নে রামনগর, রহিমনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. ফজলু হাওলাদার তার (ভ্যানগাড়ি) প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ বের করেছে।শেখ মহিদুল ইসলাম: অপরদিকে একই ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শেখ মহিদুল ইসলাম তার (মোরগ প্রতীক) নিয়ে এলাকায় গণসংযোগ করেছে। এ-সময় উপস্থিত ছিলেন, যথাক্রমে-আমির আলী শেখ, শামসুর রহমান খান, ইয়াসিন শেখ, লাল মিয়া, ইব্রাহিম শেখ খোকা, মো. সামাদ শেখ, মো. জয়নাল শেখ, ইকরামুল ইসলাম, লুৎফর সরদার, সাইদুর রহমান সগীর, রবিউল ইসলাম খান, মহারাজ খান, শহিদুল ইসলাম খান, সোহরাব শেখ, রফিক শেখ, নাসির শেখ, তাসির শেখ, সেলিম বেপারী, মনির হোসেন (ভোলা), জাহাঙ্গীর ড্রাইভার, সোহেল শেখ, জাহাঙ্গীর হাওলাদার, আলম বিশ্বাস, বাবুল খান, ইদ্রিস মোল্লা, হায়দার আলী খান, খোদা বক্স মোড়ল, সরদার শহিদুল ইসলাম, রুবেল মোল্লা, মুজিবুর রহমান, সোহাগ শেখ, দুলাল হোসেন, বিল্লাল হোসেন, কালাম শেখ, রনি শেখ, নুর ইসলাম (নূরু), জাহাঙ্গীর বিশ্বাস, ওমর আলী শেখ সহ বিভিন্ন সর্বশ্রেণী পেশার মানুষ।